টিপ্পনী

খবর:(যশোরে ঘুষ না পেয়ে থানায় যুবককে ঝুলিয়ে পেটালো পুলিশ)

মাছ না পেয়ে ছিপে কামড়
মারলো পুলিশ,
খুব গোপনে আসামিকে
সারলো পুলিশ।

ঘুষ খাবে তাই ওই ছেলেকে
ধরলো পুলিশ,
হুমকি দিয়ে থানায় নিয়ে
ভরলো পুলিশ।

টাকা খাওয়ার ফন্দি ফিকির
আটলো পুলিশ,
ভয় দেখিয়ে তবিল পকেট
কাটলো পুলিশ।

টাকা পেয়ে মুচকি মিঠে
হাসলো পুলিশ,
অবশেষে শাস্তি পেয়ে
ফাঁসলো পুলিশ।

পুলিশ ওরে পুলিশ;
জনজনতার বন্ধু তোরা
এসব কেন ভুলিস?

-আহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment