টিপ্পনী:

খবর: (চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে পরকীয়ার ঘরে সুবদিয়ার আবু বক্কর)

কার ঘরে কে ঢুকলো ওরে
জকার পাড়ে কারা
তারা
রসিকজনের মুখে থুতু
দেয় ছিটিয়ে যারা।

বেরসিকের বংশ ওরা
সুখের কাজও ধ্বংস ওরা
করে
লোকের সুখে হিংসা করে মরে।

হারাম হলেও আরাম কাজে
যখন তিনি মাঝে মাঝে
ওই বাড়িতে যান
একলা ঘরে দোকলা আয়েশ
পূরণ করে মনের খায়েশ
বড্ড আরাম পান।

সেদিন আরাম ডুবলো জলে
পড়ে গেলেন গ্যাঁড়াকলে
তার পরে হয় কী?
বলবো না আর ছি!

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment