টিপ্পনী:

খবর: (গাংনীতে চোরাই গরুর মাংস বিক্রির অভিযোগ)

ওরা ক’জন দালালও
চোরাই গরুর গোশতো করে হালালও
জনজনতার ক্ষুব্ধ ঠেলা
খেয়ে শেষে পালালো।

একটা গরু দুটো গরু
মেলা গরুর পাল
হচ্ছে চুরি গোয়াল থেকে
হামেশা আজ-কাল
চোর বেটারা কামাই করে
হয় ফুলে লাল লাল।

চোরের সাথে ডাকাত থাকে
এসব ব্যাপার বুঝবেটা কে
খবর রাখে কে আর
মাঝে মাঝে পুলিশ নাকি
করে বহুত পেয়ার
কারণ জানা নেই;
মাসতুতো ভাই চোরে চোরে
একই সাথে ফেরে-ঘোরে
আসল খবর এই!

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment