টিপ্পনী:

খবর: (দামুড়হুদায় হাওড়-বাঁওড় খাল বিল অমৎস্যজীবীদের দখলে)

নকল ভেজাল জেলের চোটে
আসল জেলে বাদ,
ওদেরই খুব বিত্ত-বিভব
যারাই গলদ-খাঁদ।

রাজধানীতে স্বামী-বিবি
তারাই বড় মৎস্যজীবী
দেখুন কেমন তেলেসমাতি
আহারে আল্লাদ।

সুযোগ ধরে তবিল ফোলায়
অকারণে পানি ঘোলায়
আড়াল পানে পেতে রাখেন
নিত্য নতুন ফাঁদ।

ওনারা সব মস্ত জেলে
জাল ঠেলাজাল খেপলা ফেলে
সাহেব হয়েও জেলে থাকার
বেজায় রকম সাধ।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment