টিপ্পনী:

খবর:(ঘুষ বাণিজ্য, ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা)

সওজ বাবু গোপনে খান ঘুষ
কথায় কথায় নগদ টাকা চান
বাম পকেটে দিলেই কিছু পুশ
মজা করে গাপুস-গুপুস খান।

লুটপাটে তার অনেক সুনাম-যশ
দিনে দিনে তবিল ওয়েট ফুল
দাঁতে আছে লেগে মধুর রস
হৃদয়টা তার ফুরফুরে কুল কুল।

ঠিকাদারের বখরা তুলে নেন
মাঝে মাঝে টাকা করেন ধার
বিনিময়ে কাজ পাইয়ে দেন
ধারেন নাকো একটু কারো ধার।

কিন্তু শেষে মামলা খেলেন তিনি
তাইতো কদিন মলিন ওনার মুখ
আর খেলো না অমন ছিনিমিনি
জেলেই এবার খুঁজতে হবে সুখ।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment