টিপ্পনী:

খবর: (চুয়াডাঙ্গার কলাগাছি স্কুলে মারামারির ঘটনায় তিন মামলা)

সবাই যদি নেতা হবেন
চামচা হবেন কে?
সে-
এক্কেবারে গোবর গণেশ
হাবাগাড়া যে।

না হলে তো নেতার তাবৎ
কেরামতি পড়বে ধরা
কী আর করা
যাবে এখন কও;
সাফ বলে দাও আজ থেকে আর
নেতার সাথে নও।

মাঝে মাঝে জেতায়
ভালো কিছু নেতায়
দুষ্ট নেতা ঠকায় খালি
বকায় খালি
সুযোগ পেলে ফাঁকি
নেতা চেনো নাকি।

অনেক রকম নেতা আছে
খুঁজতে হবে
কোন নেতা কী ভালো করেন
বুঝতে হবে।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment