খবর:(ঝিনাইদহে জুয়া ও নগ্ন মেলার আসর)
সন্ধ্যা নামার সাথে সাথে
শেয়াল হুয়া হুয়া,
নগ্ন নাচের তেলেসমাতি
সঙ্গে আছে জুয়া।
জুয়াড়িদের ফুলছে তবিল
হচ্ছে ফতুর লোকে,
যুবসমাজ যাচ্ছে মেলায়
নর্তকিদের ঝোঁকে।
এলাহি সব কা-রে ভাই
দেখার আছে কে তা,
প্রশাসনের ঘাড়ে বসে
সুযোগ ধরেন নেতা।
আমরা শুধু দেখেই খালাস
ভুক্তভোগী তার,
নীরব থেকে জ্বালা পোহাই
গায় মারি বিষ গার।
-আহাদ আলী মোল্লা