টিপ্পনী

খবর:(চুয়াডাঙ্গার কালুপোলে চাঁদার টাকা নিতে গিয়ে তিন চাঁদাবাজ আটক)

ভয় দেখিয়ে চাও নিতে চাও
চাঁদার টাকা
ও কি তোমার তবিল ভরা
দাদার টাকা।

এটা কি আর উড়ে আসা
ঘুষের টাকা,
গোপন পথে ছেড়ে দেয়া
পুশের টাকা।

নয় তো এটা দাদন সুদে
ছাড়ার টাকা
পড়ে পাওয়া বস্তা বোঝাই
হাড়ার টাকা।

গতর ঘামাও কামাই করো
টাকায় টাকা,
ভারি মজা মাগনা নিবা
ফাঁকায় টাকা।

লোকের টাকা নিতে এলেই খবর
লাঠি পেটা ঘা প্যাদানি জবর!

-আহাদ আলী মোল্লা
১৯.১২.২০১৬

Comments (0)
Add Comment