খবর:(সরোজগঞ্জের পুরাতন ভা-ারদহে আপত্তিকর অবস্থায় দুজন আটক)
ধরা খেলেন দুজন
ওরা হলেন সুজন
হাতেনাতে ধরলো যারা
তারাই আসল কুজন।
রসিকজনের মন বোঝে না
বেরসিকের দল;
অকারণে ঝরায় তারা
পরের চোখের জল-
পাতে গ্যাঁড়াকল।
ওদের আরাম কাজে কামে
দিচ্ছো কেন বাধা
মনটা ওদের শাদা
তাইতো একটু ঢলাঢলি
অল্পখানিক গলাগলি
ক্ষতি সে আর কী
এরপরে ছাই এমন ধরা
আর ধোরো না ছি!
-আহাদ আলী মোল্লা