টিপ্পনী:

খবর:(মেহেরপুরে চাঁদা নিতে গিয়ে পুলিশের সাথে গুলির লড়াইয়ে তিন চাঁদাবাজ নিহত)

চাঁদাবাজারি দিন গিয়েছে
এখন শুরু পতন,
আর হবে না লুটেপুটে
খাওয়া মনের মতোন।

যতো রকম বড়াই করো
লড়াই করো
আর-
পাবে না কূল-পার।

সারা জীবন জিতে এলে
এবার চাঁদা নিতে এলে
পয়লা খারাপ বুলি খাবেন
গুলি খাবেন
হবেন শেষে লাশ;
হয়ে যাবেন নষ্ট সারির
পচা ইতিহাস।

বদলে গেছে দিন
পারলে সুযোগ নিন
নইলে পচা লাশে মাছি
বসবেতো ভিনভিন।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment