টিপ্পনী:

খবর:(সড়কগুলোতে বেড়েই চলেছে যানজট : অসহনীয় শব্দ দূষণ)

চলতি পথে জ্যামের বাহার

দুর্ঘটনায় লাশ দেখা যায়,

সড়ক-পথের দুই ধারে খুব

বালু খোয়া বাঁশ দেখা যায়।

এগোয় না পথ যানজটে তাই

দিন হয়ে যায় কাবার

আবার;

অফিস থেকে ফিরতে গিয়েও

একই দশা বাবার।

স্কুলে যাই আমি যখন

রোজ রোজই হয় দেরি

এটা তো নয় হাতে গোনা

নিত্য দিনের ফেরই।

নালিশ করার জায়গা কোথায়

কিভাবে পাই মুক্তি

মিডিয়াতে দেখি লোকের

হাজার রকম যুক্তি।

উড়াল সেতু ডবোল লেনেও

কমছে না যানজট

তাই তো পথে ভোগান্তিতে

মেজাজ আমার হট।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment