টিপ্পনী:

খবর:(দামুড়হুদার হাউলী ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আবারও নির্বাচনী মাঠে)

আসলো আবার ভোট
যাচ্ছে পাওয়া নোট
সকাল বিকেল ঘুরে ফিরে
বাঁধছে লোকে জোট।

উন্নয়নের ধুমো তুলে
কান্না করেন প্রার্থী
বুকে বুকে কোলাকুলি
কথা বলেন খোলাখুলি
জানান মেলা আর্তি।

কেউ গোপনে হাত-পা ধরেন
মালপানি কেউ ছড়ান
দিব্যি দোহাই দিয়ে ভোটের
শপথও কেউ পড়ান।

ভোটের হাওয়া যবর হাওয়া
ঠিক থাকে না নাওয়া খাওয়া
প্রার্থী আসেন
মুচকি হাসেন
ভোটটা শেষে যায় না পাওয়া।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment