টিপ্পনী:

খবর:(উচ্চ মাধ্যমিকের মেধা হোঁচট খায় ঢাবি ভর্তি পরীক্ষায়)

হায়রে দশা মেধার
জ্ঞানে ওদের যে ধার
পরীক্ষা দেয় জিপিএ-পাঁচ
ফেল হয়ে যায় দেদার।

মন্ত্রী বয়ান তন্ত্রি বয়ান
এগিয়ে দেশ শিক্ষায়
তবে কেন মেধাবী সব
গোলে এমন কিক খায়?

আসল কথা গোড়ায় গলদ
বোঝে না তা কতেক বলদ
পিছিয়ে যাই দিনে দিনে
আমরা কি জ্ঞান ভিক্ষায়?

ওপরে বেশ চকচকা ভাব
মগজ পুরো খালি
সৃজনশীলের কেরামতি
আশার গুড়ে বালি।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment