খবর:(চুয়াডাঙ্গা মুজিবপাড়ায় ধর্ষণ মামলা দেড় লাখ টাকায় রফা)
গাঁয় মানে না মোড়ল তারা
খেয়ে করেন খোড়ল তারা
করেন বিচার সালিস;
মাঝে মাঝে করিয়ে নেন
হাত-পায়ে তেল মালিশ।
আদালতের মামলা নিয়ে
থানার অনেক ঝামলা নিয়ে
খুব তারা নাক গলান,
স্বার্থ হাসিল করতে কারো
মিথ্যা কথা বলান।
এর বিনিময় টাকা আসে
পকেট ভরেন তারা
এসব নাকি মোড়ল বাবুর
আইন কানুন ধারা।
দফা করেন রফা করেন
মোটা মোটা ভাগ পান,
সাইজ করে মালপানি নেন
যখন সুযোগ-বাগ পান।
-আহাদ আলী মোল্লা