টিপ্পনী:

খবর:(অনিয়মের দায়ে গাংনীতে ১০ টাকা কেজি চালের দুই ডিলারকে অব্যাহতি)

গরিব মানুষ চাল পেলো না
চাল চলে যায় হাটে,
বখরা খেয়ে কতেক নেতার
দিন সুবিধায় কাটে।

কারোর মুখে ফুটলো হাসি
কেউ খেয়ে নেয় বস্তা ধরে
কারোর হলো পোয়া বারো
পেয়ে এ চাল সস্তা দরে।

আমার দাঁতে রস লেগেছে
তোমার দাঁতেও তাই
এসো সবাই মিলেজুলে
আড্ডা দিয়ে খাই।

গরিব মরে মরুক গেরে
আমার ও তোর কী
ছাড়বো না চাল মারার সুযোগ
যখন পেয়েছি!

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment