টিপ্পনী:

খবর: (আলমডাঙ্গা রেলস্টেশন টিকিট কালোবাজারির আখড়ায় পরিণত)

মাস্টার সাব বেচেন টোকেন
বিড়ি ফোকেন
টাকার পানে বড্ড ঝোঁকেন
বলতে গেলেই ক্ষেপে রোখেন
মারতে;
চান না তিনি হারতে।

পয়সা ঢেলে টিকিট মেলে
পাবেন সেটা পরেও গেলে
কাজের কাজি
বখরাবাজি
করে করে খান
ওনার কাটা কান।

সব টিকিটেই কারসাজি তার
টিকিট মানেই হাওয়া
বাড়তি কিছু টাকা দিলেই
টিকিট যাবে পাওয়া।

সেলামি ঘুষ বখরা নয়
মিস্টি খাওয়া দিলেই হয়!

– আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment