টিপ্পনী:

খবর: (ঝিনাইদহে ঘুষের বিনিময়ে বিদ্যুত সংযোগ)

পয়সা দিলেই কেল্লাফতে
সারে বালাই রোগ;
তেমনি ঘুষের টাকায় মেলে
বিদ্যুত ও সংযোগ

টাকায় যতো কাঁটা তোলে
টাকায় তোলে বিষ,
কেউ তাকে দেয় ঘুষ উপাধি
কেউ বলে বখশিশ

মিষ্টি নামেও কর্তা মশাই
বাগায় মোটা দান,
যে দেবে না তার কপালে
নামে অকল্যাণ।

ঘুষ না দিলে অন্ধকারেই
কাটবে দিবা-রাত;
যারা এমন মালপানি খায়
হারামি বজ্জাত।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment