খবর:(সেলফি তুলেই ব্যস্ত সময় পার করছেন তরুণ-তরুণীরা)
ওনারা খুব ব্যস্ত থাকেন
সেলফি তোলায় ন্যস্ত থাকেন
লেখাপড়ায় ত্রস্ত নয়;
ভাব ফুটানি মেরে চলেন
এটা বাঁচার অস্ত্র নয়।
বাউণ্ডুলে স্বভাব ওদের
বিদ্যা জ্ঞানের অভাব ওদের
পরীক্ষাতে ফেল করে যান
ভণ্ডামিতেও পাকা;
ঘোরেন ফাঁকা ফাঁকা।
টোটো করে ঘোরেন তারা
পাকামোতেও বেশ,
আপন মনে একলা একা
নিজেই হলেন শেষ।
হাতে নিয়ে দামি ফোন
করছে কী যে ভাই ও বোন!
-আহাদ আলী মোল্লা।