টিপ্পনী

টিপ্পনী

খবর:(কোরবানির ঈদ)

 

কোরবানি দেন চার চারটে

আছে এমন কার চারটে

এই কটাতো গ্রামের বাড়ি

শহরে হয় আর চারটে

 

দুম্বা গরু ভেড়া খাসি মেষ

জবাই করেন বেশ

গরিব মানুষ চাইতে এলেই শেষ

 

ডিপ ফ্রিজে গোশতো গায়েব

কলজে মেটে ঢোকান সাহেব

সারা বছর উনি খায়েব

বড্ড গুরু পাক

খাক;

উদর ভরা থাক

 

ওনার আছে টাকার কাড়ি

ভেতরা জাকাত বাড়ি বাড়ি

দিলেন

লোকটা নাকি ভিলেন

 

আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment