টিপ্পনী

খবর:( কোলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন অফিসের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ)

কর্তা মশাই দেশ দরদী
কেবলই চান ঘুষ,
কাজ হয়ে যায় তড়িৎ বেগে
দিলেই নগদ পুশ।

সঙ্গে ফলের জুস
মালাই লেবেনচুষ
পেলেই ওরা খেলেই ওরা
বেজায় বহুত খুশ।

ফুস মন্তর ফুস;
ওসব ওরা করতে পারে?
ধুস!

হয়তো সাহেব হেসে হেসে
তবিল-পকেট ঠেসে ঠেসে
পয়সা কড়ি নিলে তখন
ছিলো না তার হুঁশ!

অফিস বাবু নচ্ছার;
তবু জানাই হাজার সালাম
ওরা আমার বস-স্যার।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment