টিপ্পনী:

খবর: (ইরাকে দালালের হাতে বন্দী দামুড়হুদা জগন্নাথপুরের মনি)

আদম দালাল
হচ্ছে যা লাল
পয়সা কড়ি বেটে;
দিচ্ছে মানুষ খেটে।

তুলছে দালান
করছে চালান
বাংলাদেশের টাকা?
চুপ করে যায় থাকা?

খাচ্ছে হারাম
করছে আরাম
আছে মজার সুখে
মরছে মানুষ দুখে।

ভরছে হাদান
মেরে যা দান
বাড়ায় গায়ে গোশ
সব গরিবের দোষ।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment