খবর:(জীবননগরে ভারতীয় সিরামিক মূর্তিসহ ৩ লাখ টাকার সামগ্রী আটক)
পড়লো ধরা মাল সামানা
কোথায় রাঘব বোয়াল,
ওরা থাকেন প্রটেকশনে
চতুর্দিকে ওয়াল।
ম্যানেজ করে চলেন তারা
আসল জা’গা ডলেন তারা
বোঝার উপায় নাইরে;
সারা জীবন শেঠ পার্টিরা
ধরা ছোঁয়ার বাইরে।
যায় কারা কও জেলে
গরিব লোকের ছেলে।
আর মহাজন গুটি চালেন
চালান আসে রোজ তার,
র্যাব বিজিবি পুলিশ ডিবি
ঘেটে কি পায় খোঁজ তার!
Ñআহাদ আলী মোল্লা।
২৮/০৭/২০১৬