টিপ্পনী:

খবর: (জঙ্গি সম্পৃক্ততায় আটক রুমা মানসিক ভারসাম্যহীন)

প্রশাসনের লোকরা ভীষণ কড়া

দোলে মাজায় দড়া

পায় কি তারা খুব সহজে

মূল ঘাতকের তড়া

পাগলি ধরে

জেলে পোরে

প্রচার চালায় জোরেশোরে

শুনেই তো মুখ শরমে লাল

চক্ষু ছানাবড়া।

কিন্তু বিপদ এ সব নিয়ে

যায় না কিছু বলা

থুক্কু থুড়ি ভুল হয়েছে

খাচ্ছি দু’কান মলা

জঙ্গিরা সব হামলা চালায়

পুলিশ পরে মামলা চালায়

কী অপরাধ কে আসামি

কার চলে যায় গলা।

হিসাব নিকাশ জটিল জানি

কে যে কখন টানবে ঘানি!

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment