টিপ্পনী

 

খবর: (তারেকের ৭ বছর জেল ২০ কোটি টাকা জরিমানা : মামুনের সাজা বহাল)

 

পূর্বে ছিলেন মস্ত রাজা

প্রেমিক হাজার সখীর,

তার ছিলো বেশ খয়রাতি হাত

হাল জামানায় ফকির

 

বন্ধু ছিলেন খামের দোসর

অবৈধ ইনকামের দোসর

করেছিলেন দেশের টাকা

ভিন মুলুকে পাচার;

এখন খুবই খারাপ দশা বাছা

 

তাদের ছিলো হাওয়া ভবন

ঘুষ সেলামি খাওয়া ভবন

দুর্নীতিতে ছাওয়া ভবন

 

সব কুকামের গলদ ঘানি

সেখান থেকেই ছিন্নি হতো

হয়ে যেতো চোখ ইশারায়

ভিন্ন মতের ভিন নিহত

 

দিতেন যারা মর্জি হুমুক

সকল বদের গোড়া,

ফসফসানি গোখরা এখন

বিষ হারিয়ে ঢোঁড়া

 Ñআহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment