টিপ্পনী

 

খবর:(চুয়াডাঙ্গার মহাম্মদজমা গ্রামে ঘুমন্ত স্ত্রীর গলা কেটে খুন : স্বামী পাকড়াও)

যেই বিছানায় খাওয়া শোওয়া

সেই বিছানায় খুন,

হায় রে স্বামী প্রাণের স্বামী

এই কি তোমার গুণ।

 

এতো আদর ভালোবাসা

এক নিমিষেই শেষ

আহা রে বেশ বেশ!

 

নুন খেয়েছো অনেক তুমি

কী অবদান তার,

বেটা কুলাঙ্গার-

তোর জন্যেই এ কূল ও কূল

সব পুড়ে ছারখার।

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment