টিপ্পনী:

 

 

খবর: (গড়াইটুপির মেলায় অশ্লীলতা ও জুয়া হবে না)

 

কাগজ খাতায় হয় না ঠিকই

বাস্তবে সব খেলা,

দেখলে সে সব আজব জিনিস

চোখ হয়ে যায় ঘোলা।

 

হজম করা কঠিন ব্যাপার

পর্দা ফেলে হয় তা

দেখার মতো নয় তা।

 

এবার নাকি হবে না তা

খুব ভালো খুব ভালো

আলোর গোড়ায় না হয় যেন

গাঢ় আবাদ কালো।

 

-আহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment