টিপ্পনী

 

 

খবর:(রাজধানীর গুলশানে ভয়াবহ হামলা : বহু হতাহত)

 

হচ্ছে কী এই দেশে

যাচ্ছি সবাই ফেঁসে;

এদিক ওদিক লাশ চলে যায়

রক্তে ভেসে ভেসে!

 

হানার ওপর হানা

জীবন ফানা ফানা;

সবার মনে আতঙ্ক ভয়

উঠছে বেঁধে দানা

 

বুলেট বোমা এ কী

বাঁচার আশা মেকি;

ক্যাপ বাবুরা হলো কি ছাই

আমড়া কাঠের ঢেঁকি!

 

আহাদ আলী মোল্লা

 

02.07.2016

Comments (0)
Add Comment