টিপ্পনী:

 

 

খবর: (দেশের সেবা খাতগুলোর মধ্যে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত পাসপোর্ট বিভাগ)

 

অফিসপাড়ার কাকা

বাড়িয়ে নেন টাকা

সরল-সোজ মানুষগুলোর

পকেট করেন ফাঁকা

দারুণ তিনি পাকা।

 

ওনার দু কান কাটা

শক্ত বুকের পাটা

কাজ তো শুধু বসে বসে

ফাইল টাইল ঘাটা

ফন্দি ফিকির আঁটা

 

শাখের করাত তিনি

ধান্দা খোঁজেন যিনি

আইতে কাটেন যাইতে কাটেন

খেলেন ছিনিমিনি

আমরা তাকে চিনি!

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment