টিপ্পনী:

 

 

খবর: (গাংনীতে গাঁজাসহ নারী মাদকব্যবসায়ী গ্রেফতার)

 

নারী এখন সমান সমান

নেই তারা আর পিছিয়ে,

খাচ্ছে মাদক বিছিয়ে।

 

পাল্লা দিয়ে যাচ্ছে নারী

মাদক সেবায় আগিয়ে

নিচ্ছে টাকা বাগিয়ে।

 

পর পুরুষের সঙ্গে এখন

যাচ্ছে ওরা মিলিয়ে

দিচ্ছে মাদক গিলিয়ে।

 

মাদক বুড়ি মাদক বুড়ি

নিচ্ছে মাদক হাতিয়ে

আত্মীয়তা পাতিয়ে।

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment