টিপ্পনী:

 

 

খবর: (থেমে গেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ উদ্ধার প্রক্রিয়া)

 

ওরা হলেন নওলা বাবু

ওরা হলেন বোয়াল,

ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শুধু

যাচ্ছে ফুলে চোয়াল।

 

ওরা ভীষণ চালাক চতুর

ওদের চালে হলাম ফতুর

কিচ্ছুটি নেই বলার-

বললে খেলা খতম খতম

চামড়া যাবে গলার।

 

চোরের সাথে মামা আছেন

চোরের সাথে ভাই,

কিচ্ছু বলার নাই চোরদের

কিচ্ছু বলার নাই!

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment