টিপ্পনী:

 

 

খবর: (শুল্ক ফাঁকি দিতে রঙ বদল করা মার্সিডিজ গাড়ি জব্দ)

 

গাড়ি চড়েন ধনী মানুষ

আমলা-নেতা যারা,

শুল্ক ফাঁকি দিতে পারেন

তারা।

 

ঘাঁপটি মেরে থাকেন তারা

সদায় আঙুল ফোলান,

জম্ম খাওয়া খেয়ে খেয়ে

ভুঁড়িতে হাত বোলান।

 

ধড়িবাজের বাসা

ওদের অনেক আশা

ঠকছি কেবল আমরা দেশে

যারা গরিব-চাষা।

Comments (0)
Add Comment