টিপ্পনী

 

খবর: (দামুড়হুদার হাউলী ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি নির্বাচন স্থগিত)

 

ভোট থেমে হয় মাথায় বিগাড়

কারোর গালে হাত,

খুশিতে ওই মুচকি হাসে

সেয়ানা বজ্জাত।

 

গোপনে কেউ মামলা ঠুকে

ঘুরে বেড়ায় চুরুট ফুঁকে

উত্তেজনায় কাঁপছে সবাই

বাধে কি সংঘাত!

 

কারোর পুঁজি ভুট হয়ে যায়

কারোর মাথায় পানি,

পাস হলো না ফেল হলো না

আহা রে পস্তানি!

 

-আহাদ আলী মোল্লা

 

Comments (0)
Add Comment