টিপ্পনী

কবর: (চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চরমে)

মাদক মাদক বিক্রি মাদক

খাচ্ছে বসে তিনশ খাদক

কোলকে টেনে ধুমো ছেড়ে

ওরা নাকি হবেন সাধক

 

পুলিশ পুলিশ হাজার পুলিশ

তোরা নাকি বখরা তুলিস

মকদ্দমার জালে বেঁধে

আদালতে তোরাও ঝুলিস

 

ব্যবসা ভালোই হচ্ছে মালুম

ক্রেতারা সব বলছে খালুম

লোকজনে কয় এমন হলে

আখড়া ঘরে আগুন জ্বালুম

 

আহাদ আলী মোল্লা

 

Comments (0)
Add Comment