টিপ্পনী:

 

 

খবর: (অধিকাংশ স্থানেই ভোট চুরিতে নতুন মাত্রা দিলেন নির্বাচনী কর্মকর্তারা)

 

খাল কাটিয়া কুমির আনি

কুমির আনি খাল কাটিয়া,

কাঁদতে হবে তাইতো হঠাত

চোখে দিলাম ঝাল কাটিয়া।

 

জলে কুমির ডাঙায় বাঘ

শাদা জামায় কালো দাগ

সত্যি কথা বলতে গেলাম

দিলো আমার গাল কাটিয়া।

 

চোরের মায়ের বড় গলা

ওপরে ফিট ফুটো তলা

নিচের দিকে পানি ঢালেন

গাছের গোড়া-ডাল কাটিয়া।

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment