টিপ্পনী:

 

 

খবর: (রডের বদলে বাঁশ দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মনি সিং ঢাকায় গ্রেফতার)

 

রডের বদলে বাঁশ দেয়া যায়

প্রথম তুমি তা শেখালে,

কেউ তো ভাবেনি গোপনে এমন

ভোগিজোগি হয় একালে।

 

এতো ফাঁকি দাও অতো ফাঁকি দাও

ফাঁকিতে খায়েশ মেটালে,

অনিয়মের কারসাজি বীজ

সারা দেশজুড়ে ছেটালে।

 

কত যে সেয়ানা জাতিকে তাইতো

ধীরে ধীরে তুমি ঠকালে,

লাল ঘরে গেলে হাতে দড়ি পরে

তাই তুমি আজ অকালে!‍

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment