টিপ্পনী:

 

 

খবর: (শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে মাউশির চিঠি)

 

একটা চিঠি দুটো চিঠি

হাজার চিঠি জমা হয়

তোয়াক্কা কেউ করে না তা

পয়সা দিলেই ক্ষমা হয়।

 

কলম-খাতায় বন্দি থাকে

কোচিং কি আর বন্ধ হয়

এর সাথে সব নওলা আছে

আমার খুবই সন্দ হয়।

 

কোচিং মানেই ব্যবসা মোটা

টাকার কাড়ি কাড়ি হয়

কদিন পরেই তবিল মোটা

অট্টালিকা বাড়ি হয়।

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment