টিপ্পনী

 

 

খবর: (চুয়াডাঙ্গার ফুলবাড়িতে রাস্তার পিচকরণ কাজে অনিয়ম)

 

অনিয়মই নিয়ম এখন

কিচ্ছু তাতে করার নেই

কলম খাতায় চিক রয়েছে

এক্কেবারেই ধরার নেই।

 

বাছুর-গরু ঠিক রয়েছে

করোর কিছু বলার নেই,

নেতার কাজে সঠিক সবই

কিচ্ছুটি আজ বলার নেই

 

চলতে কাঁটা বলতে কাঁটা

ভালো লোকের আসন নেই,

সবাই শুধু খাতায় খাওয়া

নীতি বানের শাসন নেই।

 

আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment