টিপ্পনী

খবর: (কুড়ুলগাছি ইউপি মেম্বার পর্নো ভিডিও নিয়ে তোলপাড়)

 

পাকাল বাবু ধরা খেলেন

শেষ বয়েসে এসে

গেলেন খুবই ফেঁসে

এতো দিনে ছিলেন তিনি

মুখোশ পরা বেশে!

 

পরোপকার করে বেড়ান

মানে সমাজপতি

করেন পরের ক্ষতি

অবশেষে বোঝা গেলো

ওনার মতিগতি।

 

-আহাদ আলী মোল্লা

 

Comments (0)
Add Comment