টিপ্পনী

খবর: (আলমডাঙ্গার গড়গড়ির খবিরের বিরুদ্ধে বিধবাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ)

 

রাশবিহারি মানুষ তিনি

সুযোগ খোঁজেন ইয়ে করার

মাংনা খাওয়ার লোভ-লালসায়

ধার না ধারেন বিয়ে করার।

 

দিন কেটে যায় মহাসুখে

পরের ঘরে ছালুন চেখে

আকামে তার ঝোঁক রয়েছে

এমন খবর জানেন কে কে?

 

উনি হলেন নব কুমার

বেড়া ভাঙার স্বভাব আছে

হাত বাড়ালেই সব পেয়ে যান

আর কি বা তার অভাব আছে?

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment