টিপ্পনী

তখন না হয়

-আহাদ আলী মোল্লা

পয়সা দিলেই ছাড় পেয়ে যায়
নইলে মেলে বাধা,
দেখুন তবে তেলেসমাতি
টাকার কী গুণ দাদা।

আমরা কবে মানুষ হবো
এক্কেবারেই খাঁটি,
কেউ দেবে না টাকার লোভে
কিল ঘুষি চড় চাটি?

আসবে কবে সেদিন আবার
সন্দেহ খুব মনে,
কিছু গাধা পয়সা বিলোয়
সামান্য কারণে।

এই গাধারা মানুষ হলেই
খাঁটি মানুষ পাবো,
তখন না হয় রম্ফ দিয়ে
আমরাও বদলাবো।

সূত্র: (দামুড়হুদার হোগলডাঙ্গায় ব্যবসায়ীদের হালখাতায় পুলিশের হস্তক্ষেপ)

Comments (0)
Add Comment