টিপ্পনী

খবর: (মেহেরপুরে ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন)

 

নয়তো মোটে উড়ো খবর

খবরটা খুব টাটকা,

বেশ করেছিস ফুটো মিয়া

এবার যা জেল খাটকা!

 

টইটম্বুর রস জমেছে

তেল ভেঙে আয় ফটকা

পচা কাজের সঙ্গে থাকিস

লাগলো মনে খটকা

 

ভাবিসনেরে লাল দালানে

নয়তো কিছু উটকো

পাতলা ডালে ব্যারেল হবি

বুঝলি ব্যাটা শুটকো?

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment