টিপ্পনী

খবর: (জীবন রক্ষাকারী ওষুধে ভেজাল)

বাঁচার আশায় ওষুধ খাবেন

ভেজাল আছে তাতেও,

দিচ্ছে ভেজাল দিনদুপুরে

দিচ্ছে ভেজাল রাতেও

 

ভেজালে আছে দানাদারে

 ভেজাল আছে ঝোলেও,

ভেজাল আছে খাঁটি দুধে

ভেজাল আছে ঘোলেও

 

ভেজাল আছে কয়েন টাকায়

 ভেজাল আছে নোটেও,

ভেজাল খেয়ে ভেজাল দেহে

নেইতো ভালো মোটেও!

 

 

_আহাদ আলী মোল্লা

21.04.2016

 

Comments (0)
Add Comment