টিপ্পনী

 

খবর: (ফেনসিডিলসহ কথিত সাংবাদিক রুস্তম আটক)

সাংবাদিকের কী দশা

ফেনসিডিলের চালান হাতে,

ঘরের আগুন পরের আগুন

ঘর গোয়ালে জ্বালান হাতে।

 

এক বেটা খায় চুরি করে

বেবাক লোকের ঘাড় ভাঙে,

ঘোলা পানির বড় আঘাত

কূল কূল পাড় ভাঙে।

 

মদমাইশের মাইশ তুমি

দিলে সবার তেশ মেরে,

এবার ঘরে রাঙা ঘরে

খাওগে ছাগল মেষ মেরে!

_আহাদ আলী মোল্লা

16.04.2016

Comments (0)
Add Comment