টিপ্পনী

 

খবর: (দামুড়হুদার কার্পাসডাঙ্গায় দিনদুপুরে ৩ লাখ টাকা চুরি)

যাদের হাতে টাকা আছে

তারাই করে চুরি,

মজার মজার এই উদারণ

আছে ভুরি ভুরি।

 

এই যে ধরুন ব্যাংকে জমা টাকা

খেয়ে খেয়ে করছে কারা ফাঁকা

সবাই জানে সবাই বোঝে

খুলবে না মুখ কেউ;

বললে কথা জেল-কারাগার

লাগতে পারে ফেউ।

 

হলফ করে অনেক হিসাব

বলতে আমি পারি,

টাকার কুমির মন্ত্রী-নেতার

চুরির কেলেঙ্কারি!

_আহাদ আলী মোল্লা

 

Comments (0)
Add Comment