টিপ্পনী

 

খবর:(কুষ্টিয়ায় ভেজাল বীজে ৩০ তরমুজ চাষি সর্বস্বান্ত)

গরিব গরিব বর্গাচাষি

কান্দে বসে মাঠে,

চোখের পানি ফেলে ফেলে

সময় তাদের কাটে।

 

ভেজাল বীজে হয়নি ফসল

কে আর দেবে বুঝ,

সারা মাঠে হয়নি এবার

নামকরা তরমুজ।

 

গাছ হয়েছে বাগদারি বেশ

হয়নি তাতে ফল,

এ বুঝি গো বীজ ব্যাপারির

আজগুবি এক কল।

 

কলের গোড়ায় জব্দ চাষি

করে না তাই শব্দ চাষি!

 

 

-আহাদ আলী মোল্লা।

১০.০৩.২০১৬

Comments (0)
Add Comment