টিপ্পনী

খবর:(দামুড়হুদার কালিয়াবকরির মুদিদোকানিকে অপহরণ : মুক্তিপণ দাবি)
সন্ধ্যা হলেই মনের ভেতর
দুরু দুরু কাঁপে আরÑ
ঘুম আসে না চোখের পাতায়
নানান অভিশাপে আরÑ

অস্ত্র হাতে ক্যাডার খুনি
ইচ্ছে মতোন ঘোরে আর-
বাড়ি থেকে অনেক মানুষ
যাচ্ছে নিয়ে ধরে আর-

মুক্তিপণের টাকা না পায়
লোকের গলা কাটে আর,
ওদের দিয়েই ফতুর হলাম
পয়সাতো নেই গাঁটে আর!
-আহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment