টিপ্পনী

 

খবর:(মহেশপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন)

ওদের কাজে ভুল ধোরো না

করুক যতোই গোয়ার্তুমি,

দেখতে পাবে শুকনো ডাঙায়

ঢেউ জাগানো জোয়ার তুমি।

 

কিসের লাঙল কিসের বাসুই

থাকবে হাতে রাম দা বা সুই

তাতেই হবে ভোটের মাঠে চাষ;

শাব্বাশ শাব্বাশ।

 

সোনার মাটি সোনার এ দেশ

সোনা ফলার সম্ভাবনা,

তবু খুনি করবে কতল

ওদের কেন যম ভাবো না?

 

মুখে হাসি অন্তরে ভিন রূপ

কোয়ো গো শুনবে লোকে চুপ!

 

_আহাদ আলী মোল্লা।

০৬.০৩.২০১৬

Comments (0)
Add Comment