টিপ্পনী

 

খবর:(বাড়ির গেটের সানসেট চাপা পড়ে শিশুর মৃত্যু)

অতি চালাক সাত সেয়ানা

কাজ করে খুব সস্তায়,

দুর্ঘটনা ঘটে গেলে

শেষে দারুণ পস্তায়।

 

আগে ভাবুন পরে কাজ

বোঝেন কি না ফাঁকিবাজ

নইলে শেষে দেখতে পাবেন

কিচ্ছুটি নেই বস্তায়।

 

নিজের ক্ষতি পরের লাথি

জ্বলবে ঘরে রাঙা বাতি

ফুঁস মন্তর ফুঁস;

ফিরবে তখন হুঁশ!

 

-আহাদ আলী মোল্লা।

 

০২.০৩.২০১৬

 

Comments (0)
Add Comment