টিপ্পনী

 

খবর:(বাল্যবিয়ে: গাংনীতে জামাই-শ্বশুরের কারাদণ্ড)

জামাই গেলেন কারাগারে

সঙ্গে শ্বশুর মশাই,

জামাই কেন কামড় দিলেন

বানের জালি শশায়।

 

কান্দে বসে শাশুড়ি আর

বাড়ির নতুন বধূ,

লাউ খেয়ো না বশ হয়েছে

খাওগো জালি কদু।

 

কদু খাবা শশা খাবা

তার আগেতো কারাগার,

কাণ্ড দেখে হেসেই মরে

মানুষ যতো সারা গাঁর।

-আহাদ আলী মোল্লা।

 

29.02.2016

 

Comments (0)
Add Comment