টিপ্পনী

খবর: (ভালাইপুরে পান চুরির অভিযোগে একজনকে মারপিট)

পান চুরি হয় রাতের ঘোরে
সকালে চোর বাঁধা হয়,
ঘরের মানুষ সিঁধ কেটেছে
চোর নাকি তোর দাদা হয়।

কার ঘাড়ে যায় কার অপরাধ
কার বা কখন সাজা হয়,
ফতুর ব্যাটা চুরি করে
সে কি আবার রাজা হয়।

পেশাদারের ভারি সাহস
পেটে অনেক দানা হয়।
আসল চোরের কী হবেরে
ও যে তোমার নানা হয়!

আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment